![](https://media.priyo.com/img/500x/https://www.dailyinqilab.com/news_original/1637822717_257940417_4604298306358358_8518046260938718392_n.jpg)
স্বজনদের সাথে দেখা করতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা যুবক আটক
উখিয়া কুতুবপালংক রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবককে নোয়াখালীতে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।
পালিয়ে আসা রোহিঙ্গা যুবক নূর আলম (৩০) সে কুতুবপালংক ক্যাম্পের বদিউল আলমের ছেলে।
বৃহস্পতিবার সেনবাগ উপজেলার কানকির হাট থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।