বদলাতে হবে পুঁজিবাদী ধারণা ও ধারা

সমকাল সিরাজুল ইসলাম চৌধুরী প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১, ০৭:৫৪

দেশে এক ধরনের উন্নতি যে হয়েছে, সেটা ঠিক। শত বিপদের মধ্যেও ওই উন্নয়ন থেমে নেই; নির্ভয়ে এগিয়ে যাচ্ছে। তবে সে উন্নতি যে এক বিশেষ প্রকারের, এ সম্পর্কে পরিকল্পনামন্ত্রী একটা সুস্পষ্ট ধারণা আমাদের দিয়েছেন। মন্ত্রীদের বক্তব্য আমাদের শুনতে হয়। না শুনে উপায় থাকে না। চোখ-কান খোলা রাখার দরকার পড়ে না। বক্তব্যগুলো চতুর্দিকে ঘুরতে থাকে। সেসব বক্তব্য সাধারণত আলো দেয় না।


এরই মধ্যে হঠাৎ আলোর ঝলকানির মতো এসেছিল পরিকল্পনামন্ত্রীর বক্তব্যটি। গত আগস্টে তিনি বলেছেন, 'বাংলাদেশের উন্নয়নের মডেল বৈষম্য বাড়াচ্ছে' এবং 'খুব সহসা যে তা কমবে এমন সম্ভাবনা নেই।' এ ধরনের সত্য কথা গুরুত্বপূর্ণ লোকদের কাছ থেকে পাওয়া প্রায় অসম্ভব। বাংলাদেশের উন্নয়নের মডেল সারাবিশ্বে অত্যন্ত প্রশংসিত; অন্যরা অনুকরণে ভীষণ আগ্রহী; এসব কথাই শুনে আসছি। ওই উন্নয়ন বৈষম্য বৃদ্ধি অধিকাংশ মানুষের দুঃখ বৃদ্ধির কারণ হচ্ছে- এ কথাটা অনেক জ্ঞানী ব্যক্তির কাছ থেকেও সচরাচর শুনতে পাই না। পরিকল্পনামন্ত্রীকে ধন্যবাদ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও