দুবাই থেকে নিয়ন্ত্রিত আন্তর্জাতিক মাদক সিন্ডিকেট
একটি আন্তর্জাতিক সিন্ডিকেট দুবাই থেকে সিন্থেটিক মাদক ক্রিস্টাল মেথের চোরাকারবার ও সরবরাহ নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছেন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা। 'আইস' নামে পরিচিত এই মাদক মিয়ানমার থেকে চোরাকারবারের মাধ্যমে ঢাকা আসছে।
তারা আরও জানিয়েছেন, ৩টি স্তরে এই সিন্ডিকেটের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম স্তর টেকনাফে চালান গ্রহণ করে এবং ঢাকায় পাঠায়। দ্বিতীয় স্তর চালানকে বিক্রির জন্য গুছিয়ে রাখে এবং তৃতীয় স্তর ভোক্তাদের সঙ্গে যোগাযোগের কাজ করে। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের চোখে ধুলো দেওয়ার উদ্দেশ্যে সিন্ডিকেটের সদস্যরা প্লাস্টিকের টেপ দিয়ে মাদক মুড়িয়ে মলদ্বারে লুকিয়ে রাখেন।