আওয়ামী লীগে কত জাহাঙ্গীর আলম আছেন?

প্রথম আলো সোহরাব হাসান প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১, ১৬:৪২

আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেয়র পদে বহাল থাকতে পারবেন কি না, এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আইনের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে।’


শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মেয়র জাহাঙ্গীরের ব্যাপারে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা আমরা সবাই জানি। এখন মেয়র পদে থাকবে কি থাকবে না, বিষয়টি আইন পর্যবেক্ষণ না করে, আইন ভালোভাবে স্টাডি না করে আমার পক্ষে মন্তব্য করা সম্ভব না। আইন দেখে পরবর্তী সময়ে এ ব্যাপারে মন্তব্য করা হবে।


মেয়র হিসেবে তাঁর ব্যাপারে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, সে নিয়ে আইনগত দিকগুলো দেখে তারপরে বলা যাবে।’ মন্ত্রীর কথায় স্পষ্টভাবে কিছু জানা গেল না। স্থানীয় সরকারমন্ত্রী যদি স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়ে আইনে কী আছে, সে সম্পর্কে পরিষ্কারভাবে কিছু বলতে না পারেন, তাহলে কে বলবেন? স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিশ্চয়ই আইনি পরামর্শদাতা আছেন। তাঁদের কাছ থেকেও বিষয়টি জেনে নিতে পারতেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও