‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শুভঙ্করের ফাঁকি’

বার্তা২৪ প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ১৬:৫২

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, মানুষ বুঝতে পেরেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় একটা শুভঙ্করের ফাঁক আছে। এই ফাঁক দিয়ে অজগর সাপ ঢুকে মানুষকে খেয়ে ফেলতে পারে। এজন্য মহামান্য সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনাকে বাতিল করেছে। তত্ত্ববধায়ক সরকারি বাতিল যৌক্তিকভাবে হয়েছে।


শনিবার (২২ জুলাই) কুমিল্লা টাউন হল মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী এসব কথা বলেন।


এতে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী,কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, জেলা সিভিল সার্জন নাছিমা আক্তার,জেলা পিপি এডভোকেট জহিরুল হক সেলিম, কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো.জামাল নাসের জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনসহ অনেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও