রঙিন শহরে বেঁচে দেয়া জীবন
একটু অবসর বা আলস্য পেলে বিচিত্র শখ এসে মগজে কিলবিল করে। গতরাতে কাজ সেরে হেঁটে বাড়ি ফিরছিলাম। ফুটপাত ধরে হাঁটছি, আমাকে দুদিক থেকে পেরিয়ে যাচ্ছে বাড়িমুখো মানুষ। হন্তদন্ত হয়ে ছুটছেন সবাই। অফিস বা কাজের জায়গা থেকে বেরিয়েও কারো মুক্তি মেলেনি। অসমাপ্ত কাজ বা আগামী দিনের কাজের সমন্বয়, হিসেব চুকাতে চুকাতে বাড়ি ফিরতে হচ্ছে অনেককেই।