মার খাওয়ায় নতুন রেকর্ড গড়লেন নুরুল হক। সব মিলিয়ে তিনি কুড়িবার হামলার শিকার হওয়ার ‘গৌরব’ অর্জন করেছেন গতকালই। আগের বেশ কয়েক দফার হামলায় গুরুতর আহত হলেও গতকাল অবশ্য তিনি নিজে জখম হননি। তবে তাঁর সদ্যোজাত রাজনৈতিক দল গণ–অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার মাথায় ইটের আঘাত লেগেছে। এতে তিনি ‘ভালোই’ জখম হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন নুরুল হকের অনেক সহযোগী।
খবর থেকে জানা যাচ্ছে, টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন রেজা কিবরিয়া ও নুরুল হকসহ গণ–অধিকার পরিষদের নেতারা। প্রতিবারই ‘কে বা কারা’ টাইপের কিছু লোক যেভাবে উড়ে এসে নুরুল হককে জুড়ে বসে মারধর করে থাকেন, গতকালও সেই কায়দায় ‘তাঁরা’ এসেছিলেন। মারধর পর্ব শেষ হওয়ার পর নুরুল হকের লোকজন বরাবরের মতো এ হামলার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেন।
You have reached your daily news limit
Please log in to continue
নুরুলের বিংশতিতম মার খাওয়ায় কার ক্ষতি কার লাভ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন