টিভির সেট টপ বক্স

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১, ১১:৪৭

মাস কয়েক আগে সরকার বিজ্ঞাপনমুক্ত বিদেশি টিভি চ্যানেল দেখানোর সিদ্ধান্ত নিলে কেব্‌ল অপারেটররা এই বলে বাগড়া বাঁধিয়েছিলেন যে বিদেশি চ্যানেল বিজ্ঞাপনমুক্ত করতে যে কারিগরি সুবিধা থাকা দরকার, তা তাঁদের নেই। এ জন্য তাঁদের আরও সময় দিতে হবে। কেবল তা-ই নয়, তাঁরা কোনো ঘোষণা ছাড়াই বিদেশি চ্যানেল দেখানো বন্ধ করে দিলেন। এমনকি যেসব চ্যানেল বিজ্ঞাপনমুক্ত ছিল, তা-ও দেখানো থেকে বিরত থাকলেন।


সে সময় সরকার তাঁদের অন্যায় দাবির কাছে নতি স্বীকার না করায় দেখা গেল সহজেই বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেলের সম্প্রচার সম্ভব হয়েছে। তখনই সিদ্ধান্ত হয় যে নির্দিষ্ট সময়ের মধ্যে সেট টপ বক্সের মাধ্যমে গ্রাহকদের কাছে চ্যানেলের সংযোগ দিতে হবে। সেট টপ বক্স বসানোর সুবিধা হলো এতে গ্রাহক টিভি সেটে অনুষ্ঠান পরিষ্কার দেখতে পারবেন এবং সরকারও কেব্‌ল অপারেটরের আয় থেকে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর হিসেবে পাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও