সাম্প্রতিক সময়ে বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল জলবায়ু সম্মেলন। কার্বন নিঃসরণ রোধ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বিশ্বকে বাঁচাতে পরিবেশবাদীদের আকুতির শেষ নেই। সেই সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশও। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিশ্বে আমাদের সুনাম আছে।
বাস্তব চিত্র কি সেটা বলে? ৫০ বছরেও একটি টেকসই বেড়িবাঁধ হলো না, বড় কোনো ঘূর্ণিঝড় এলেই জলোচ্ছ্বাসের পানিতে গৃহহীন হয়ে পড়ে উপকূলীয় এলাকার মানুষ। এ বছরের ঘূর্ণিঝড় ইয়াসের ধাক্কা ঠেকাতে মানুষের পিঠ দিয়ে বাঁধের ছবি আলোড়ন তুলেছিল। মূলত মানুষের এমন অদম্য প্রচেষ্টাই যুগ যুগ ধরে টিকিয়ে রেখেছে তাদের।