স্বাস্থ্য অধিদপ্তর কোভিড চিকিৎসায় মলনুপিরাভির ব্যবহারের নির্দেশনা দিয়েছে
করোনা চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির প্রেসক্রাইব করতে দেশের সব সরকারি হাসপাতালকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিয়া আজ মঙ্গলবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. ফরিদ হোসেন মিয়া বলেন, 'প্রাপ্তবয়স্ক করোনা রোগীদের হালকা বা মাঝারি লক্ষণের ক্ষেত্রে চিকিৎসকরা এই ওষুধ খাওয়ার পরামর্শ দিতে পারবেন। আমরা দেশের সব সরকারি হাসপাতালকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছি।'
'তবে গুরুতর রোগীদের ক্ষেত্রে এ ওষুধ ব্যবহার করা যাবে না,' বলেন তিনি। এর আগে গত ৮ নভেম্বর এসকায়েফ ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে জরুরি ভিত্তিতে এ ওষুধ উৎপাদন ও ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর, ৫ মাস আগে
১ বছর, ১০ মাস আগে
কালের কণ্ঠ
| ওষুধ প্রশাসন অধিদপ্তর
২ বছর, ৪ মাস আগে