You have reached your daily news limit

Please log in to continue


নদী ও নারীর আহত সময়

নদী ও নারী, দুইয়ের মাঝে এক অভিন্ন আর্তনাদ লুকায়িত। দু’জনে আহত হয়, আক্রান্ত হয়, তবু সয়ে যায়। তবে প্রকৃতির দিকে তাকালে দেখা যায়, নদীও জবাব দেয়। ভাঙনের মাধ্যমে, নিরব থাকার মাধ্যমে। আবার কখনও কখনও সবকিছুকে আছড়ে ফেলবার মাধ্যমে। নারীর ক্ষেত্রেও তাই। যার প্রমাণ, নারীরা শিক্ষার আলোক মশাল হাতে বিচারকের আসন পর্যন্ত পৌঁছলেও এখনও তাঁদের প্রতিবন্ধকতার পথ ফুরোয়নি। তবে তারা সবটাই জয় করেছেন এবং করে চলেছেন।

এসব হটিয়ে সময়ের আলোচিত বিষয় হলো, সমাজের ভারসাম্যহীন নারীরা। পারিবারিক উদাসীনতায় স্নেহ ও ঘর বঞ্চিত এইসব নারীদের আশ্রয় হয় ফুটপাত, টার্মিনালে। গাছতলায় কিংবা ফ্ল্যাট-বাড়ির তলায় এদের জায়গা না হয়ে ওইসব জায়গায় আশ্রয় নেওয়ার কারণ ঝুটা-এঁটো খাবারের সহজলভ্যতা। স্পষ্ট করে বললে, হরেক রকমের মানুষের যাতায়াতে কিংবা দয়ায় এসব স্থানে জুটে যায়। যা অন্য স্থানে দুষ্প্রাপ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন