বিচারপতি তোমার বিচার

জাগো নিউজ ২৪ আনিস আলমগীর প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ১০:৪৮

বাংলাদেশের ইতিহাসে তো প্রথমই, বিশ্বের ইতিহাসেও বিরল একটি ঘটনা ঘটেছে। কোনো দেশের প্রধান বিচারপতিকে ঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের মামলায় চার বছর এবং সাত বছরের কারাদণ্ড দিয়েছেন সে দেশের আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম ৯ নভেম্বর ২০২১ ঋণ জালিয়াতির মামলায় চার বছর এবং অর্থ পাচারের মামলায় সাত বছরের কারাদণ্ড দিয়েছেন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে।


সাবেক প্রধান বিচারপতি একসঙ্গে এই দুই মামলার পৃথক দণ্ড ভোগ করবেন। অর্থাৎ সাত বছর জেল খাটতে হবে তাকে। আত্মসমর্পণ করলে এই রায়ের বিরুদ্ধে আপিল করারও সুযোগ পাবেন তিনি। রায়ে সিনহাকে ৪৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে, যা অনাদায়ে কারাদণ্ড আরো ছয় মাস বাড়বে। এ ছাড়া তার ব্যাংক অ্যাকাউন্টে অবরুদ্ধ থাকা ৭৮ লাখ টাকা বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও