![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-11%252F18e1c9d8-d36f-4d89-93f5-d7b415a479fa%252FIMG_1090.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
টাকার অভাবে মেধাবী জাহিদ কি মারা যাবে
জাহিদ হাসান তরতাজা প্রাণ। মেধাবী শিক্ষার্থী। বিনয়ী আর পড়ুয়া। শৈশবে বাবাকে হারিয়েছে। বিত্তহীন পরিবারে বড় বোন দায়িত্ব নিয়েছিলেন পড়ানোর। দারিদ্র্যকে পরাজিত করার অদম্য স্বপ্ন আর চেষ্টা নিয়ে পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রাম থেকে সাহস করেছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার। হাজার হাজার শিক্ষার্থীকে পেছনে ফেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হয়েছিল। স্নাতক সম্মান শ্রেণির পরীক্ষা শেষ করেছে। ফলাফলও প্রকাশিত। তার বন্ধুরা স্নাতকোত্তর শ্রেণির ক্লাস করছে। আর জাহিদ মৃত্যুর ক্ষণ গুনছে!