প্রধানত প্রাকৃতিক কারণে পুরোনো ব্রহ্মপুত্র মরে যাচ্ছে। ১৭৬২, ১৮৮৫ ও ১৮৯৭ সালে তিনটি শক্তিশালী ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র তার গতিপথ পরিবর্তন করেছে। যমুনাকে প্রধান ধারা বানিয়েছে। জামালপুরে যেখানে বর্তমান পুরোনো ব্রহ্মপুত্র ও যমুনার সংযোগস্থল, সেখানে বড় ধরনের চর পড়েছে। ফলে কালক্রমে ভাটিতে ব্রহ্মপুত্র ক্রমেই সংকুচিত হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে বেপরোয়া নদী দখল ও বালু উত্তোলন। এ ছাড়া বিলার ব্রিজ নির্মাণও ব্রহ্মপুত্র সংকুচিত হওয়ার অন্যতম কারণ।
You have reached your daily news limit
Please log in to continue
ব্রহ্মপুত্র খননে নাব্যতা ফিরবে না, লাভবান হবে দখলদারেরা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন