দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কি কোনও প্রতিকার নেই?
দেশে কয়েকদিন ধরে চলছিল অঘোষিত পরিবহন ধর্মঘট। এ কারণে সাধারণ মানুষের ভোগান্তি দেখা দেয়। রাস্তায় লোকজন দাঁড়িয়ে আছে, অথচ যানবাহন নেই। কিংবা স্বল্পসংখ্যক যানবাহন থাকলেও ধাক্কাধাক্কি করে ওঠা যাচ্ছে না– এমন কিছু চিত্র আমরা গণমাধ্যমে কয়েকদিন দেখেছি। গত ৩ নভেম্বর বেড়েছে ডিজেলের দাম। অনেকটা হঠাৎ ১৫ টাকা বা ২৩ শতাংশ বাড়িয়ে ডিজেলের দাম লিটারপ্রতি ৮০ টাকা নির্ধারণ করে জ্বালানি বিভাগ। এর প্রতিক্রিয়া হিসেবে পণ্যবাহী গাড়ির মালিক-শ্রমিকদের সংগঠন ৪ নভেম্বর সকাল থেকে ‘ধর্মঘট’ শুরু করে। শুধু দূরপাল্লার বাস নয়, প্রতিটি জেলার অভ্যন্তরে বাস-ট্রাক চলাচল বন্ধ রাখা হয়।