কত বেড়েছে বাস-লঞ্চ ভাড়া
ডেইলি স্টার
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২১, ২৩:১৬
হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের পর বাড়তি ভাড়া আদায়ের দাবিতে গত শুক্রবার থেকে ধর্মঘট শুরু করেন বাস মালিকরা। এর একদিন পরেই গত শনিবার থেকে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ করে দেন লঞ্চ মালিকরা। এ প্রেক্ষিতে বাস ও লঞ্চ মালিকদের সঙ্গে আলোচনা করে আজ রোববার বাস ও লঞ্চের ভাড়া বাড়িয়েছে সরকার।
ঢাকা ও চট্টগ্রাম শহরের অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া ২৬ দশমিক ৫ শতাংশ এবং আন্তজেলা বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়ছে। আন্তজেলা বাস ভাড়া ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে।