যে কারণে জলবায়ু সম্মেলন ব্যর্থ হবে

প্রথম আলো গ্লাসগো মার্ক লিওনার্ড প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২১, ১৬:০৪

গ্লাসগোতে জাতিসংঘের চলমান জলবায়ু সম্মেলন (কপ ২৬) বড় ধরনের আন্তর্জাতিক চুক্তির মধ্য দিয়ে শেষ হতে পারে। তবে এই সম্মেলনে কাগজে কলমে যে সাফল্যই অর্জিত হোক, দিন শেষে বিশ্ব মানবতার জন্য তা খুব বড় কোনো সাফল্য বয়ে আনবে না। অন্তত পরিবেশ অধিকারকর্মীরা জলবায়ু ইস্যুতে যে দাবি করে আসছেন, তার সঙ্গে বাস্তবতার যোজন যোজন দূরত্ব থাকবে।


জলবায়ু ইস্যুতে বিশ্বনেতারা একের পর এক লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন এবং একের পর এক তা তাঁরা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন।


এতে অবাক হওয়ার কিছু নেই, কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া দেশের সংখ্যা ক্রমশ বাড়লেও সে প্রতিশ্রুতি পূরণে হাতে গোনা দু–একটি দেশ ছাড়া অন্যদের বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এমনকি বিদ্যমান লক্ষ্যমাত্রা যদি আমরা পূরণ করতে সক্ষমও হই, তাহলেও ২০১৫ সালে প্যারিস চুক্তিতে যে অঙ্গীকার করা হয়েছিল এবং লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল, তা অর্জিত হবে না। প্যারিস চুক্তিতে শিল্পায়নজনিত বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে উষ্ণায়ন মাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তা শিগগিরই অর্জিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও