মেরুদণ্ড নেই, চাপ নেবেন না
আপনাদের বাসায় কোনো স্কুলপড়ুয়া শিশু আছে? বাসায় না থাকলেও বৃহৎ পরিবারের কোনো না কোনো কোনায় শৈশব (সরকারি নিয়মে) কাটাচ্ছে—এমন মানবসন্তান নিশ্চয়ই পাওয়া যাবে। তাদের যদি একটু জিজ্ঞেস করা যায়, প্রাণী আসলে কত প্রকার, তবে অন্যান্য উত্তরের পাশাপাশি অন্তত মেরুদণ্ডী-অমেরুদণ্ডী কথা শোনা যাবে। সেই শোনা বিষয়টি নিয়েই এবার একটু সময় নষ্ট করা যাক।