নতুন মাত্রায় রোহিঙ্গা শরণার্থী সংকট
বাংলাদেশের নিজেরই সমস্যার অন্ত নেই, তার ওপর লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর বোঝা নতুন করে সংকট সৃষ্টি করেছে। কক্সবাজার-টেকনাফে ৩৪টি শরণার্থীশিবিরে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ করে রোহিঙ্গাদের নিরাপত্তা প্রদান ও শান্তি-শৃঙ্খলা রক্ষার চেষ্টা করছে। এরপরেও বেকার ও অভাবগ্রস্ত রোহিঙ্গা তরুণ-যুবকেরা জড়িয়ে পড়েছেন মাদকদ্রব্য পাচারসহ বিভিন্ন অপরাধে, নিজেরাও মাদকাসক্ত হয়ে পড়েছেন। চুরি, রাহাজানি, ধর্ষণ, খুন, ডাকাতি, ছিনতাই ইত্যাদিতেও তাঁরা জড়িত। স্থানীয় লোকজনের সঙ্গেও রোহিঙ্গা শরণার্থীদের সুসম্পর্ক নেই। যদিও প্রথমদিকে স্থানীয়রা রোহিঙ্গাদের সহানুভূতি ও মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে গ্রহণ করেছিলেন।