মেটাজগতে বন্দি শিশুর শৈশব
চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিশ্ব আরও বহুদিন আগেই প্রবেশ করেছে। তবে এবার নতুন করে প্রবেশ করল মেটাজগতে। আমাদের চারপাশে বাড়ছে বিমূর্ত ছায়া যোগাযোগ কিন্তু আবছা হতে হতে হারিয়ে যাচ্ছে সামনে বসে থাকা মানুষটির শেষ বিন্দু। আমাদের সন্তানেরা আর বিকেলে মায়েদের চোখ ফাঁকি দিয়ে এক্কাদোক্কা খেলতে যায় না। হঠাৎ বৃষ্টি নামলে বাড়িতে বাবাদের বকুনি উপেক্ষা করে গায়ে কাদামাটি মেখে দামাল ছেলেদের ফুটবল খেলার সেই শৈশব হারিয়ে গেছে।
হাতে ছুঁয়ে বরফ-পানির খেলার চলও আজ আর নেই। হারিয়ে গেছে মুড়ি মাখা খেতে খেতে সাপ-লুডু খেলার খুনসুটির দিন। আজ কল্পনাও করা যায় না, তারুণ্যের যে মনকে কোনোদিন চার দেয়ালে বন্দি করে রাখা যায়নি, সেই মন কী করে বন্দি হয়েছে আজ চারকোনা এক মুঠোফোন কিংবা কম্পিউটার বা ট্যাবের পর্দায়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
www.ajkerpatrika.com
| ঢাকা বিশ্ববিদ্যালয়
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ৪ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে