খেলা মাঠের চেয়ে বাইরে হয় বেশি
বাংলাদেশ যতটা না মাঠে ক্রিকেট খেলে, তার চেয়ে বেশি খেলে মাঠের বাইরে। আক্রমণাত্মক ক্রিকেট মাঠের বাইরেই দেখা যায়! সেখানে স্পিন, পেস, ব্যাটিং সব পিচেই যেন দেশসেরা। ক্রিকেটার, নির্বাচক, নীতিনির্ধারকদের মধ্যকার এই খেলা মাঠের ক্রিকেটের চেয়ে উপভোগ্যই বটে। এমন ক্রিকেটে অভ্যস্ত যারা, তারা তো মাঠে নামলে খেই হারিয়ে ফেলবেই। মাঠের ক্রিকেট তাদের কাছে অচেনা।
তবে গা গরম করতে কিছু ম্যাচ খেলা হয়। সেটাও নিজেদের মতো সাজিয়ে নেওয়া। নিজেদের উঠানে যেন অন্যরা পিছলে পড়ে, সেভাবেই উঠান লেপে রাখা হয়। অবশ্য সেই উঠানে নিজেদেরও পিছলে পড়ার অভিজ্ঞতা আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে নিজেরাই খেয়ালী ধবলধোলাইয়ের আনন্দে মেতে ওঠে। আনন্দে রঙ মাখাতে বিদেশ থেকে অতিথি দল ডেকে আনা হয়, তারাও মুখরক্ষার্থে প্রতিনিধি পাঠান। অতিথিদের নিয়ে নিজেদের উঠানে ডাঙ্গুলি কিংবা প্যাঁক খেলায় জিতে যাওয়া সহজ। তখন বুকের ছাতিমা অযথাই ফেঁপে উঠে, মনে হয় অন্যের উঠানেও বাজিমাত করা যাবে।