কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দিকে নজর দিন

দৈনিক আমাদের সময় বিমল সরকার প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১, ১৭:৪৪

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় অবরোধ, অনশন, ধর্মঘট, একজন শিক্ষার্থীর আত্মহননের চেষ্টা- এ সব ঘটনা নিয়ে মাসও গড়িয়ে গেল। এর মধ্যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন উদ্বেগ-উৎকণ্ঠায়। একই সঙ্গে অভিভাবকরাও। এ এক দুঃসহ পরিস্থিতি। অথচ অচলায়তনটি সহসা ভাঙার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। খুবই অবাঞ্ছিত, অনভিপ্রেত ও দুঃখজনক ঘটনা। বাংলা ভাষায় একটি প্রবাদ আছে- ‘শিক্ষার্থীরা ভুল করবে, শিক্ষকরা ক্ষমা করবেন।’ শিক্ষার্থীদের বেলায় তবু তো রয়েছে, শিক্ষকদের নিয়ে (ভুল করলে) এমন কোনো কথা প্রচলিত আছে কিনা, তা আমার জানা নেই। তবে এ কথাও তো ঠিক যে, সবকিছু আইন আর বিধান দিয়ে চলে না। ‘বিবেক হলো পৃথিবীর সর্বোচ্চ আদালত।’ যদি সেটিই হয়, তা হলে এ ‘বিবেক’-এর প্রয়োগ ও চর্চার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো উপযুক্ত ক্ষেত্র আর হতে পারে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও