![](https://media.priyo.com/img/500x/https://www.deshrupantor.com/assets/news_images/2021/10/28/salek-khokon.jpg)
কুষ্টিয়ার খুররমের একাত্তর
পঁচিশ মার্চের আগের ঘটনা। কুষ্টিয়ায় প্রতিদিন মিছিল ও ধর্মঘট চলছে। সদর থানা ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম। সভাপতি তখন এহসানুল করিম হেলাল (বর্তমানে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি)। পাকিস্তানি আর্মিরা কুষ্টিয়ায় ঢুকতে চাইলে আমরা প্রতিরোধের চেষ্টা করি। কিন্তু টিকতে পারি না। ওরা কুষ্টিয়ায় ঢুকে এপ্রিলের ১৭ তারিখ। এসেই শুরু করে গণহত্যা।
- ট্যাগ:
- মতামত
- একাত্তর
- ধর্মঘট
- খুররম মনজুর