কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোথাও একটা লুকোনো বিষাদ আছে

জনকণ্ঠ শামীম আহমেদ প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১, ১৫:০১

কবি মোশতাক আহমদের সঙ্গে আমার সম্পর্ক বেশ পুরনো। কত গভীর কিংবা খাঁজকাটা সম্পর্ককে পুরনো বলা চলে তা অবশ্য নির্ণয় করার চেষ্টা করিনি সেভাবে। জনস্বাস্থ্যের কণ্টকাকীর্ণ রাস্তায় আমাদের পথচলার সূত্রপাতটা খানিকটা ভিন্ন হলেও, পথের অলিগলিতে দেখা হয়েছে বারংবার। মোশতাক ভাই ব্র্যাক ইউনিভার্সিটির জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ থেকে ২০০৬ সালে মাস্টার অব পাবলিক হেলথ শেষ করেন। এটি ছিল ব্র্যাকের প্রথম ব্যাচ যারা আন্তর্জাতিক মানের একটি জনস্বাস্থ্য প্রোগ্রামে ভর্তি হয়ে কোর্সটি সম্পন্ন করে। আমি ছিলাম দ্বিতীয় ব্যাচের সবচেয়ে কম বয়সী বাংলাদেশী ছাত্র। বিদেশী বিশ্ববিদ্যালয়গুলোর মতোই ব্র্যাকের এই কোর্সটিতে ভর্তির ক্ষেত্রে বয়সের কোন ধরাবাঁধা নিয়ম নেই। মূলত বাংলাদেশের জনস্বাস্থ্যে দীর্ঘদিন কাজ করছেন এমন অনেক চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তখন এই কোর্সে ভর্তি হতেন। পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোর অধ্যাপক, বিভিন্ন দাতা সংস্থা প্রদত্ত বৃত্তি প্রোগ্রামটিকে অনেকের কাছে লোভনীয় করে তুলেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও