![](https://media.priyo.com/img/500x/https://www.dailynayadiganta.com/Img?img=img/article/202110/618201_14.jpg)
ভালুকায় মধু সংগ্রহ করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় গাছের গর্ত থেকে মধু সংগ্রহ করতে গিয়ে বিষধর সাপের কামড়ে সাইফুল ইসলাম সাদু (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতে উপজেলার নারাঙ্গী গ্রামে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নারাঙ্গী গ্রামের মোহাম্মদ আলী মাহার ছেলে সাইফুল ইসলাম সাদু বাড়ির পাশে একটি গাছের গর্তে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে যান।