রোহিঙ্গা ক্যাম্প কার নিয়ন্ত্রণে?
পাকিস্তান, আফগানিস্তানে শুক্রবার মানেই আতঙ্ক। কোনো না কোনো মসজিদে জুমার নামাজের সময়ে আত্মঘাতী বোমা হামলা হয়, অসংখ্য মানুষ মারা যায়। ঠিক এমনই কি কিছু শুরু হলো কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে? এ প্রশ্ন মাথায় এলো এ কারণে যে, শুক্রবার (২২ অক্টোবর) ভোরের দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৮ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসায় হামলা চালিয়ে ছয়জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহতরা সবাই ওই ক্যাম্পের এইচ-৫২ ব্লকের ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ’ মাদ্রাসার শিক্ষক, ছাত্র বা ভলান্টিয়ার। তবে সত্যটা হলো শুধু শুক্রবার নয়। রোহিঙ্গা ক্যাম্পে নিয়মিত ঘটছে খুন খারাবির ঘটনা।