![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-10%252F9c420530-7ea3-43f3-b0bd-18d4958ef90a%252Fpalo_DU.jpeg%3Frect%3D0%252C50%252C960%252C504%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
এমন বাংলাদেশ কি আমরা প্রত্যাশা করি?
স্বাধীনতার পঞ্চাশ বছর অর্থাৎ সুবর্ণজয়ন্তী পেরিয়ে গেলেও এখনো দেশের ভেতরে একদল স্বার্থান্বেষী মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টায় লিপ্ত। সম্প্রতি কুমিল্লা নগরীর নানুয়ার দিঘিরপাড়ের একটি ঘটনা নিয়ে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে নেমেছে তারা।