'দুর্যোগ ঝুঁকি হ্রাসে, কাজ করি এক সাথে'

সমকাল ড. মাহবুবা নাসরীন প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১, ০৮:১০

প্রতি বছর ১৩ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। বৈশ্বিকভাবে এটা স্বীকৃত যে, বাংলাদেশ যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে এগিয়ে আছে, তেমনিভাবে দুর্যোগ ঝুঁকি হ্রাসেও দক্ষিণ এশিয়ার মধ্যে এগিয়ে। আমরা বিভিন্ন সময় বলেছি, সম্মিলিত প্রয়াসে দুর্যোগ ঝুঁকি মোকাবিলা সম্ভব। এ বছর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য- 'দুর্যোগ ঝুঁকি হ্রাসে, কাজ করি এক সাথে।'


অর্থাৎ সম্মিলিত প্রয়াসের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। এই সম্মিলিত প্রয়াস আক্ষরিক অর্থে শুধু বাংলাদেশেই চলমান। এখানে দুর্যোগ মোকাবিলায় সরকারের সঙ্গে দেশি-বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন, গবেষক, বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংবাদমাধ্যম কাজ করছে। এর ফলে বাংলাদেশ দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থাপনায় অন্যান্য দেশের তুলনায় এগিয়ে আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও