সাকিব গত ৩ ম্যাচ ধরে দুর্দান্ত খেলছে: মরগান
জয়ের জন্য শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের দরকার ছিল ৭ রান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অজি পেসার ড্যান ক্রিশ্চিয়ানের করা সেই ওভারের প্রথম বলেই চার হাঁকালেন সাকিব আল হাসান। কলকাতার জন্যও কাজটা সহজ হয়ে গেল। চতুর্থ বলে জয়সূচক রানটিও আসে সাকিবের ব্যাট থেকে। কোহলিদের বিপক্ষে জয়ের ম্যাচে ব্যাটে-বলে অন্যতম নায়ক সাকিব।
বল হাতে ৪ ওভারে মাত্র ২৪ রান দেওয়ার পর ব্যাট হাতে ৬ বলে ৯ রানে অপরাজিত থাকেন সাকিব। লো-স্কোরিং ম্যাচে সাকিবের এই পারফর্মেন্স সত্যিই অসাধারণ। ম্যাচ শেষে তাই সাকিবের প্রসংশায় মেতেছেন নাইট দলপতি এউইন মরগান। তিনি বলেন, ‘সাকিব গত ৩ ম্যাচ ধরে দুর্দান্ত করছে। দারুণ বোলিং করছে সে। দলের অন্য দুই স্পিনারের (নারিন ও বরুণ) সাথে সুযোগ তৈরি করছে। আমরা যেভাবে খেলছি ও ধারাবাহিকতা প্রদর্শন করছি তা সবাইকে অবাক করছে।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে