আব্বাসের হুমকিকে কতটা পাত্তা দিচ্ছে ইসরায়েল
গত মাসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি ইসরায়েলকে এক বছরের মধ্যে ১৯৬৭ সালে দখল করা পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনের অধিকৃত সব ভূখণ্ড ছেড়ে দিতে বলেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল তা না করলে ফিলিস্তিন ১৯৬৭ সালে আন্তর্জাতিকভাবে বেঁধে দেওয়া সীমানার ভিত্তিতে গঠিত ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না। এর বাইরে ইসরায়েলের এই দখলদারির বিষয়ে ফিলিস্তিন আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) যাবে।
মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনিদের নিজ ভূমিতে শরণার্থী করে রাখা হচ্ছে। এ অবস্থা তাদের কোনো ভুলের জন্য হয়নি। এটি হয়েছে তাদের জন্য, যারা বলে শান্তি আলোচনার জন্য ফিলিস্তিনের সঙ্গে কোনো আলোচনারই দরকার নেই।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
যুগান্তর
| গাজা
১০ মাস আগে