বাংলাদেশ নামক দালানের ভিত্তিমূল
দেশের অগ্রগতি, অধোগতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি প্রভৃতি বিষয়ের আলাপ-আলোচনায় যেসব বিষয়ে আমার উৎসাহের পালে সব সময় হাওয়া লাগে তার মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থা, দুর্নীতি, মূল্যবোধের অবক্ষয় ইত্যাদি কিছু কিছু বিষয় সব সময় আমার কাছে অগ্রাধিকার পায়। কেন জানি মনে হয়, আমার এবং আমার মতো আরো অনেকের—দুশ্চিন্তার কারণ এই বিষয়গুলো যতটুকু মনোযোগ ও গুরুত্ব সহকারে বিবেচিত হওয়া উচিত ছিল তা হয়নি। ফলে এসব বিষয়ে উদ্ভূত সমস্যার পাহাড় দিন দিন বড় হচ্ছে। তারপর একদিন হয়ত একে ভবিতব্য মনে করে আমরা ইংরেজি প্রবচন আওড়াব : হোয়াট ক্যানট্ বি কিওর্ড, মাস্ট বি এনডিওর্ড—যা সারানো যায় না তা তো সহ্য করতেই হবে।