স্বাস্থ্যবিধি যেন কোথাও নেই
দেশের রাস্তা-ঘাট, হাট-বাজার, অফিস-আদালতসহ কোথাও এখন স্বাস্থ্যবিধির বালাই নেই। বাস, লঞ্চ ও ট্রেনে সামাজিক দূরত্ব মেনে চলা ও মাস্ক ব্যবহারে উদাসীন অনেক যাত্রী। করোনা শনাক্তের হার কিছুটা কমে আসায় সাধারণ মানুষের ভীতি প্রায় কেটে গেছে। সবকিছুই যেন স্বাভাবিক।
গত কয়েকদিন ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশিরভাগ পথচারীর মুখে মাস্ক নেই। কেউ কেউ মুখের থুতনিতে মাস্ক নামিয়ে চলাফেরা করছেন। অধিকাংশ গণপরিবহন আসনের অতিরিক্ত যাত্রী দাঁড়িয়ে নিচ্ছে। এক্ষেত্রে স্বাস্থ্যবিধির ব্যাপারে দায়িত্বশীল সংস্থাগুলোর কোনও তৎপরতা লক্ষ্য করা যায় না।