প্যান্ডোরা পেপারস, অর্থ পাচার ও বাংলাদেশ
গ্রিক পুরাণ মতে, ‘প্যান্ডোরা’ ছিলেন অগ্নিদেবের তৈরি প্রথম নারী। তাকে একটি গোপন বাক্স দেওয়া হয়েছিল এবং তাকে তা খুলতে বারণ করা হয়েছিল। সমস্ত অশুভ আত্মা সেই বাক্সে আবদ্ধ ছিল। কিন্তু প্যান্ডোরা তার কৌতূহলের কাছে হেরে গিয়ে বাক্সটি খুলে ফেলে। মন্দ আত্মারা তখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
সেই প্যান্ডোরার বাক্স যেন আবার খুলল, আর তাতেই শোরগোল সারা বিশ্বে। বিষয়টা কী? সোজা কথায়—আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মোটা টাকা কর ফাঁকি দিচ্ছেন স্বয়ং রাষ্ট্র নেতারা এবং মহারথী রোল মডেলরা। কম করে ১২টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এ দোষে দোষী বলে দাবি করেছে সম্প্রতি ফাঁস হওয়া ‘প্যান্ডোরার পেপারস’।
- ট্যাগ:
- মতামত
- অর্থ পাচার
- প্যান্ডোরা পেপার্স