কর্তৃপক্ষের টনক নড়বে না?

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২১, ০৯:৩২

চট্টগ্রাম শহরের উন্মুক্ত খাল ও নালা দিন দিন যেভাবে মরণফাঁদ হয়ে উঠছে, তা সংগত কারণেই উদ্বেগের জন্ম দিয়েছে। রোববার সমকালে বাণিজ্যিক নগরীর 'পথে পথে মরণফাঁদ' শীর্ষক সচিত্র প্রতিবেদনে দেখা যাচ্ছে, চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ এলাকার শুধু চশমা খালেই গত তিন মাসে তিনজন প্রাণ হারিয়েছেন। সেখানে অন্তত পাঁচটি খাল ও অর্ধশতাধিক নালা ঘুরে সমকাল প্রতিবেদক কোথাও নিরাপত্তা বেষ্টনী কিংবা কোনো সতর্কবার্তা দেখেননি।


নালাগুলোও উন্মুক্ত। আমরা বিস্মিত, একের পর এক মৃত্যুর পরও খালের পাড়ে নিরাপত্তা বেষ্টনী কিংবা নালায় স্ল্যাব বসানো নিয়ে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই! বরং রোববার সমকালেরই আরেকটি প্রতিবেদন বলছে, নালা-নর্দমায় পড়ে একের পর এক হতাহতের ঘটনায় পরস্পরকে দুষছে চট্টগ্রাম সিটি করপোরেশন-চসিক এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ। সিটি মেয়র বলছেন, প্রকল্প পরিচালনায় সিডিএর ব্যর্থতার কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও