রোহিঙ্গানেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড : গ্রেপ্তার দুজনের রিমান্ড শুনানি আজ
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজনের সাত দিনের রিমান্ড শুনানি আজ রোববার। কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বেলা সাড়ে ১১টার দিকে এ রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন কোর্ট পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী। এরই মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম, জিয়াউর রহমান, আব্দুস সালাম ও শওকত উল্লাহ।