আউটসোর্সিং কর্মীদের অবরোধে জলকামান, সাউন্ড গ্রেনেড

বিডি নিউজ ২৪ জাতীয় প্রেস ক্লাব প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪১

চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধকারী আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।


শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার কথা বলেন শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর।


এর আগে বিকাল ৩টার দিকে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ সদস্যরা প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে পল্টন মোড় থেকে প্রেস ক্লাব হয়ে কদম ফোয়ারা এলাকায় যানবাহন চলাচল থেমে যায়। যানজট ছড়িয়ে পড়ে আশপাশের সড়কেও।


আন্দোলনকারীদের একজন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী প্রোগ্রামার মো. শাহাবুদ্দিন বলেন, “রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও জলকামানের পানি ছিটিয়ে আমাদের সরিয়ে দিয়েছে। রাবার বুলেটে আমাদের প্রায় ১৩/১৪জন আহত হয়েছে।”


তিনি বলেন, “১০/১২ টি সাউন্ড গ্রেনেড ছুড়েছে। আমাদের নিরপরাধ সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পুলিশ আমাদের সরিয়ে দিয়েছে।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও