কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শেখ হাসিনা : স্বপ্নপূরণের সফল কারিগর

জাগো নিউজ ২৪ বিভুরঞ্জন সরকার প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১০:২১

রাজনীতিবিদ পিতার ঘরে জন্ম নিলেও তিনি আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলের সভাপতি হবেন এবং পিতার অসমাপ্ত স্বপ্নপূরণের দায়িত্ব তার ওপরই বর্তাবে এটা হয়তো তিনি নিজে কখনো ভাবেননি। তাঁর পিতা, যাঁর রক্তে মিশেছিল রাজনীতি, যিনি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি সেই শেখ মুজিবুর রহমানও তেমনটা ভাবেননি, হয়তো চানওনি। অথচ সেটাই হয়েছে এবং ইতিহাসই হয়তো এটা নির্ধারণ করে দিয়েছে।


১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি এখন বাংলাদেশের সবচেয়ে বেশি সময়ের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি, তিনি শেখ হাসিনার। তিনি সোনার চামচ মুখে নিয়েও যেমন জন্ম নেননি, তেমনি আজকের জায়গায়ও অনায়াসে পৌঁছেননি। এক বিশেষ পরিস্থিতিতে অনেকটা বাধ্য হয়েই তাঁকে এক কঠিন দায়িত্ব কাঁধে নিতে হয়েছে। নানা বাধা-বিপত্তি, বৈরিতা এবং প্রতিকূলতা মোকাবিলা করেই তাঁকে পথ চলতে হয়েছে, চলতে হচ্ছে। অদম্য মনোবল, সাহস এবং বিচক্ষণতার সঙ্গে তিনি দেশ এবং আওয়ামী লীগের মতো একটি বড় দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও