বন্যপ্রাণীর করিডোর: পরামর্শক নিয়োগ নিয়ে প্রশ্ন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৩
ভারত ও মিয়ানমারের সাথে যৌথভাবে বন্যপ্রাণী করিডোর তৈরির প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে বন অধিদপ্তরের একটি প্রকল্পের প্রায় শেষ পর্যায়ে এসে পরামর্শক নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। পরামর্শক হিসেবে যোগ্য বিবেচিত হওয়া দুই প্রতিষ্ঠানে প্রস্তাবে একই বিশেষজ্ঞের নাম ছিল, যা ‘অনৈতিক’ বলে মনে করছে সংসদীয় কমিটি।অবশ্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় বলছে, সরকারি সব নিয়ম মেনেই পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে।পরামর্শক নিয়োগ সংক্রান্ত ‘অনিয়ম’ নিয়ে অভিযোগ পাওয়ার পর গত অগাস্ট মাসে মন্ত্রণালয়কে বিষয়টি তদন্ত করতে বলেছিল সংসদীয় কমিটি।