সুন্দরবন বাংলাদেশের জাতীয় বন। এই বন ও বনের জীববৈচিত্র্য নিয়ে আমরা সব সময় গর্বিত। কারণ বিশ্বের রোমাঞ্চকর অরণ্যগুলোর মধ্যে সুন্দরবন একটি, যার ফলে সুন্দরবন নিয়ে আমাদের ভাবনারও শেষ নেই। এই বন দুষ্কৃতকারীদের মাধ্যমে যেভাবে তছরূপের শিকার হচ্ছে, তেমনি প্রাকৃতিক বিপর্যয়ের কবলেও পড়ছে বারবার।
ঝড়-জলোচ্ছ্বাস, বৃক্ষনিধন, অগ্নিকাণ্ড, চোরাকারবারিদের আধিপত্যসহ নানাভাবে বন তছরুপের শিকার হচ্ছে। হালে যোগ হয়েছে বনভূমি দখল ও নদীভাঙন। দেখা যাচ্ছে, সুন্দরবনের ভেতর দিয়ে পণ্যবাহী নৌযান চলাচলের কারণে বিভিন্ন এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। উত্তাল পশুর ও ভোলা নদী ভরাট হয়ে যাওয়ার কারণে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ডিসিআরের নামে চর দখল করে নিচ্ছে। সেই সুবাদে ভূমিহীনরা গড়ে তুলছে জনবসতি, এতে করে আয়তনে ছোট হয়ে যাচ্ছে আমাদের প্রিয় জাতীয় বন সুন্দরবন।