অপরাধ ব্যক্তির না সাংবাদিকতার?
বেআইনিভাবে আইন প্রয়োগ করা হলে আইনি কার্যক্রমের উদ্দেশ্যটাই শুরুতে জখম হয়ে যায়। পরে তদন্ত, বিচার প্রক্রিয়া যা-ই হোক, এসবের ওপর মানুষের আস্থা নষ্ট হতে থাকে এবং ক্রমে আইনের শাসন সুদূরপরাহত হয়ে যায়। প্রায় এক সপ্তাহ ধরে যে বিষয়টি প্রবলভাবে আলোচিত হচ্ছে, তা হলো একসঙ্গে ১১ জন সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব। সাংবাদিকরা প্রতিবাদ করছেন, একযোগে রাজপথে নেমেও প্রতিবাদ সমাবেশ করেছেন।
সম্পাদক পরিষদ প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলেছে, এরকম ঘটনা দেশে আগে কখনও কোনো পেশার ক্ষেত্রেই ঘটেনি। এ ধরনের ঘটনা 'স্বাধীন সাংবাদিকতা পেশার ওপর চাপ ও হুমকি' বলে পরিষদ মনে করে।
কীসের প্রতিবাদ ও কেন প্রতিবাদ তা একটু পরিস্কার হওয়া দরকার। কারণ সমাজে নানারকম প্রতিক্রিয়া ব্যক্ত হচ্ছে। এই ফেসবুক-ইউটিউবের যুগে বিভিন্ন স্তরের মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়াও সহজে বোঝা যায়। এটা ভালো।