কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিক্ষায় একাধিক ভাষার গুরুত্ব

দেশ রূপান্তর মাসুদ কামাল হিন্দোল প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৩

অনেক বিশ্লেষকের মতে, আগামীর বিশ্ব রাজনীতিতে যেমন একক কোনো পরাশক্তির আধিপত্য থাকবে না তেমনি ভাষার ক্ষেত্রেও একক কোনো ভাষা নয়, একাধিক ভাষার আধিপত্য থাকবে বিশ্বব্যাপী। পৃথিবীতে এখন সবচেয়ে বেশি মানুষ কথা বলে চীনা ভাষায়, ২০.৭ শতাংশ। আর প্রথম ভাষা হিসেবে ইংরেজিতে কথা বলে ৬.২ শতাংশ। অর্থাৎ ৯৩.১ শতাংশ মানুষ অন্যান্য ভাষায় কথা বলে। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ইংরেজি ছাড়া অন্যান্য ভাষার গুরুত্ব কত। এই যুগে তাই বিশ্বায়ন ও বিভিন্ন জাতির ভাষা একটির সঙ্গে অপরটি ওতপ্রোতভাবে জড়িত। এই বাস্তবতা আমলে নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে অনেক দেশ ও জাতি ইতিমধ্যেই ইংরেজির পাশাপাশি এক বা একাধিক আন্তর্জাতিক ভাষা শিক্ষা করে বিশ্বপরিমন্ডলে সাফল্য লাভ করছে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসেও বাংলাদেশে আমরা বাংলা ও ইংরেজি শিক্ষার পুরাতন বৃত্তেই আজও ঘুরপাক খাচ্ছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও