ই-কমার্সের নামে ই-প্রতারণা!
যে কোনো ভালো সম্ভাবনাকে নিমেষেই ধ্বংস করে দিতে আমাদের জুড়ি নেই। ইন্টারনেটের দ্রুত বিস্তারে এখন আমরা সবাই জানি গণমাধ্যমের ভবিষ্যৎ চেহারা পাল্টে যাচ্ছে। ছাপা পত্রিকা বা ট্র্যাডিশনাল টেলিভিশনের জায়গা দখল করে নিচ্ছে অনলাইন বা ডিজিটাল নানা প্লাটফর্ম। ছাপা পত্রিকার মোহটা আমার এখনও কাটেনি। সব খবর জানা থাকে, তারপরও সকালে ঘুম ঘুম চোখে পত্রিকা হাতে না নিলে দিন শুরু হতে চায় না। কিন্তু আমি জানি, একদিন না একদিন সবকিছু পেপারলেস হয়ে যাবে।
অনলাইনেই যে ভবিষ্যৎ, সেটা আমরা অনেক দেরিতে বুঝেছি, কিন্তু আলমগীর হোসেন বুঝেছিলেন প্রায় দুই দশক আগে। তিনি যখন প্রথম বিডিনিউজ২৪ডটকম নিয়ে এলেন, তখন আড়ালে আবডালে আমরা অনেক হাসাহাসি করেছি- কার ঠেকা পড়েছে, কম্পিউটারে গিয়ে খবর পড়ার। এখন সবারই ঠেকা। সবার হাতে স্মার্ট ডিভাইস। খবর পেতে এখন আর কাউকে পত্রিকা পড়তে হয় না, টিভিও দেখতে হয় না। স্মার্ট ফোনে এক ক্লিকেই সব খবর পেয়ে যান সবাই।