![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F19%2Fsunamgonj-accident.jpg%3Fitok%3DhfKrs8JT)
সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৩০
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় ৩০ জন আহত হয়েছে। উপজেলার পাথারিয়া ইউনিয়নের নোয়াখালী নামক স্থানে আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে দিরাই উপজেলা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস শান্তিগঞ্জের নোয়াখালী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বাসে থাকা যাত্রীদের বের করা হয়।