![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252F1ff68e6e-a258-46d7-98f8-ccdb7afbd79d%252FUntitled_1.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D300)
টিকায় পিছিয়ে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীরা
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশ শিক্ষার্থী এখনো করোনার টিকা নিতে পারেননি। টিকার জন্য নিবন্ধন করেছেন অর্ধেকের মতো শিক্ষার্থী। টিকা নেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার কারণ হিসেবে জনস্বাস্থ্যবিদ ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সময়মতো তাঁদের টিকার আওতায় আনার ক্ষেত্রে মনোযোগ কম ছিল। শুরুর দিকে পর্যাপ্ত টিকার ঘাটতিও ছিল।
শিক্ষার্থীদের টিকাপ্রাপ্তি ও নিবন্ধনের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে বিশ্ববিদ্যালয়গুলোর তথ্য দেওয়ার কথা। এ কাজও সময়মতো হচ্ছে না। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৪টি ইউজিসিকে তথ্য দিয়েছে। এতে দেখা যাচ্ছে, ৫৫ শতাংশ শিক্ষার্থী নিবন্ধন করেছেন। প্রথম ডোজ টিকা নিয়েছেন মাত্র ১৬ শতাংশ। যদিও ওই ২৪টি বিশ্ববিদ্যালয় সব শিক্ষার্থীর পুরো তথ্য সবাই দিতে পারেনি। এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী দেড় লাখের মতো।