![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2021/09/online/photos/Untitled-19-samakal-6142250ccaa8d.jpg)
বাক্সবন্দি স্বাস্থ্যসেবা!
উন্নত দেশগুলোতে সর্বাধুনিক প্রাতিষ্ঠানিক সেবা থাকার পরও করোনার তীব্র প্রকোপের সময় তারা যেভাবে অসহায় ছিল, সেখানে আমাদের মতো দেশগুলোর অবস্থা অনুমেয়। উন্নত দেশের সঙ্গে আমাদের মতো দেশের মৌলিক ব্যবধান হচ্ছে প্রাতিষ্ঠানিক সেবার ক্ষেত্রে সীমাবদ্ধতা। বিশাল জনসংখ্যার এ দেশে প্রায় দুই হাজার ৫০০ মানুষের জন্য একজন ডিগ্রিধারী চিকিৎসক আছেন। একই সঙ্গে হাসপাতাল, সেবিকা ও প্রয়োজনীয় অন্যান্য সেবার ক্ষেত্রেও ঘাটতি অনেক।
প্রতিবছর স্বাস্থ্য খাতে সরকারের বরাদ্দ যথেষ্ট না হলেও কম নয়, কিন্তু চাহিদার তুলনায় অনেক কম। সরকারি হাসপাতালগুলো প্রতিদিন হাজারো রোগীর সেবা দিলেও অসংখ্য মানুষকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মানসম্পন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য প্রতি ১০ হাজার মানুষের জন্য চিকিৎসক, নার্সসহ ২৩ জন স্বাস্থ্যকর্মীর একটি দল থাকা দরকার।