ডেঙ্গু করোনা বন্যা নদীভাঙন কি থামবে না?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১, ১০:০১

একত্রে এতগুলো বিপর্যয় পৃথিবীর মানুষ আগে কখনো দেখেনি। করোনা চলছেই, থামছে না সংক্রমণ, প্রতিদিনই ঘটছে মৃত্যুর ঘটনা। আজ দুটো মৃত্যু কমে তো কাল আবার দশটি বেড়ে যায়। শুধু আমাদের দেশ বলে কথা নয়- সারা পৃথিবীর সর্বত্র বিপর্যয়ের একই রূপ, একই দশা মানুষের। একটু ভাল পরিস্থিতি হতে না হতেই মার্কিন ও ভারত মুল্লুকে পুনরায় সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন শঙ্কা শুরু হযেছে। ভারতে গত ২ সেপ্টেম্বর ৪৬ হাজার মানুষ নতুন করে করোনাক্রান্ত হয়েছেন। আমাদের দেশে শহুরে হাসপাতাল কেন্দ্রিক করোনা সংক্রমণ সরকারি হিসাবে কমলেও গ্রামীণ সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান স্পষ্ট নয়। সাথে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ এবং বন্যা ও নদীভাঙনে নাকাল হয়ে পড়েছে প্রায় গোটা দেশের মানুষ। রাজধানীতে ডেঙ্গুর বিস্তার যেন নতুন ত্রাস হিসেবে আবির্ভূত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও