নাইন–ইলেভেন ও আমেরিকায় ধর্মীয় বর্ণবাদের উত্থান

প্রথম আলো শাহার আজিজ প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:০১

টুইন টাওয়ার হামলার বার্ষিকীতে যুক্তরাষ্ট্রে কীভাবে নিরাপত্তার সঙ্গে ব্যক্তিস্বাধীনতার ভারসাম্য রক্ষা করা যেতে পারে, তা নিয়ে বিতর্ক ওঠে। ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিক স্বাধীনতাকে সীমাবদ্ধ করার ক্ষেত্রে বর্ণবাদ যে ভূমিকা পালন করে, সে বিষয়টি প্রায়ই সে আলাপ ও বিতর্কের তোড়ে হারিয়ে যায়। বর্তমানে লক্ষ্যবস্তু মুসলমানরা। এক শতাব্দী আগে ছিল ইহুদি ও ক্যাথলিকরা।


বর্ণবাদের এবং যে প্রক্রিয়ায় মানুষ এর শিকার হয়ে থাকে, তার চেহারা মোটামুটি একই রকম। এই প্রক্রিয়ায় প্রথমে গণমাধ্যমে এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের অসাধু এবং রাষ্ট্রীয় আইনকানুন অমান্যকারী পঞ্চম কলাম হিসেবে অপমানজনক হিসেবে চিত্রায়িত করা হয়। তারপরে (অ্যাংলো-স্যাক্সন প্রোটেস্ট্যান্ট) আমেরিকান জীবনযাত্রার জন্য তাঁদের ধর্মীয় বিধিবিধান অনুসরণকে হুমকি হিসেবে দেখানো হয়। সবশেষে ধর্মকে একটি বিপজ্জনক রাজনৈতিক মতাদর্শের সঙ্গে মিলিয়ে ফেলে ধর্মীয় অনুশাসন পালন করা থেকে তাদের বিরত রাখা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও