স্বল্প আয়ের মানুষ যাবে কোথায়

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১, ২০:৫১

করোনাকালে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বেড়েই চলেছে। গত মাসে চালের দাম যখন কেজিতে তিন থেকে পাঁচ টাকা বাড়ছিল, তখন সরকার চাল আমদানির ওপর বিধিনিষেধ তুলে দেওয়ায় বাজারে স্থিতিও এসেছিল। কিন্তু সেটি ছিল সাময়িক। গতকাল শুক্রবার প্রথম আলোর প্রতিবেদনে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম কেজিতে আরও দুই টাকা বেড়েছে। বৃহস্পতিবার প্রতি কেজি চাল বিক্রি হয়েছে ৪৬ থেকে ৪৭ টাকায়। দাম বেড়েছে মাঝারি মানের চালেরও।


এই চালের (বিআর-২৮) দাম কেজিতে ২ টাকা বেড়ে ৫০ থেকে ৫২ টাকায় বিক্রি হচ্ছে। তবে উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্তের মানুষ যে সরু চাল কিনে থাকে, তার দাম বাড়েনি। নাজিরশাইল আগের মতোই প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকায়, মিনিকেট ৬০ থেকে ৬২ টাকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও