প্রতারণার ফাঁদ এবং রেমিট্যান্স যোদ্ধাদের দুর্ভোগ
বাংলাদেশে অর্থনীতির প্রধানতম অক্সিজেন শ্রমশক্তি রফতানি। উন্নয়নশীল দেশগুলোর বৈদেশিক মুদ্রা অর্জনেরও অন্যতম মাধ্যম এবং চালিকাশক্তি শ্রমশক্তি রফতানির বিনিময়ে অর্জিত রেমিট্যান্স। মহামারিকালীন যেটা আরো গভীরভাবে অনুভূত হয়েছে। অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে ধস নামলেও রেমিট্যান্সের অবদান কমেনি, বেড়েছে। অথচ বরাবরের মতো পরিবার ও দেশের উন্নয়নে ত্যাগ স্বীকার করা এই যোদ্ধাদের সাথে আমরা কখনোই সৌজন্যমূলক আচরণ করিনি, করেছি স্বার্থবাদী আচরণ। বর্তমান সময়ে তাদের কে নামতে বাধ্য করেছি আন্দোলনের মাঠে।