পুলিশের আত্মহত্যা : শুধুই কি সংখ্যা, মানসিক চাপ কেউ দেখছে?
চলমান করোনাকালীন সময়ে নাগরিক সেবাদানে পুলিশের অমানুষিক পরিশ্রম এবং অবদান আলোচনাতে এসেছে বারবার। কিন্তু মোটাদাগে এখনো দিনশেষে ‘পুলিশিং’ একটি ‘থ্যাংকসলেস জব’।
একজন পুলিশ কর্মকর্তার ভুলে নাগরিক সমাজ এবং মিডিয়া পাড়ায় যে পরিমাণ ঝড় ওঠে, সমানুপাতিকভাবে পুলিশের কাজ সেভাবে প্রশংসায় আসে না। পুলিশের দায়িত্বকে আমরা মূলত দায়িত্বই মনে করি।
- ট্যাগ:
- মতামত
- পুলিশ
- পরিশ্রম
- মানসিক চাপ